
মঙ্গলবার ০৬ মে ২০২৫
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের আগের দিন মৈত্রীর ছবি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিলে মিশে একাকার। বাবর আজমরা দেশে ফিরে গেলেও রোহিত, কোহলিদের খেলা দেখতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির বশির চাচা। তেমনই সাকিব আল হাসানদের ব্যর্থতা ভুলে সেমিফাইনাল দেখতে হাজির বাংলাদেশের সমর্থক শোয়েব আলি। দেশ আলাদা হলেও বুধবার ভারতের হয়ে গোল ফাটাবেন দু"জনই।